ওলিউল্লাহ মুহাম্মাদ,
মিশরের রাজধানী কায়রোতে চলমান আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বাংলাদেশের আলেম ও লেখকদের উল্লেখযোগ্য সাফল্য দেশের ইসলামী অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে। গত ২১ জানুয়ারি শুরু হওয়া এ আন্তর্জাতিক বইমেলা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশ্বের ৮৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেলায় দেশ-বিদেশের দুষ্প্রাপ্য, দুর্লভ ও গবেষণামূলক প্রকাশনার এক মহামিলনমেলায় পরিণত হয়েছে কায়রো আন্তর্জাতিক বইমেলা।
এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি লেখকদের বই বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট আলেম, বনানী জামি'আ মুহাম্মাদিয়া মাদরাসার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল মালেক রচিত গবেষণাগ্রন্থ—“التحفة السنية في التعريف بكتب الفقه والفتاوى للحنفية”(আত্-তুহফাতুস সানিয়্যাহ ফিত্ তা‘রীফ বিকুতুবিল ফিকহি ওয়াল ফাতাওয়া লিল হানাফিয়্যাহ) মেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি জর্ডানের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান দারুর রায়াহীন থেকে প্রায় ৮০০ পৃষ্ঠায় প্রকাশিত এই কিতাবটি চলমান কায়রো আন্তর্জাতিক বইমেলায় পাঠকদের ব্যাপকভাবে আকর্ষণ করেছে। পাঠকদের বিপুল আগ্রহ ও চাহিদার কারণে অতি স্বল্প সময়ের মধ্যেই কিতাবটির স্টক শেষ হয়ে যায়, যা গ্রন্থটির গ্রহণযোগ্যতা ও গুরুত্বের সুস্পষ্ট প্রমাণ বহন করে।
হানাফি ফিকহ ও ফাতাওয়া বিষয়ক প্রসিদ্ধ ও দুর্লভ কিতাবসমূহের পরিচিতি, মূল্যায়ন ও জরুরি তথ্য নিয়ে আরবি ভাষায় রচিত এ গবেষণাগ্রন্থটি ইতোমধ্যেই দেশের আলেমদের কাছে সমাদৃত হয়েছে। বিশেষ করে ইফতা বিভাগের শিক্ষার্থীদের কাছে এটি আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ফিকহ ও ফাতাওয়া বিষয়ে প্রামাণ্য গ্রন্থসমূহের পরিচয় এক মলাটে অত্যন্ত তাহকিক ও শৃঙ্খলার সঙ্গে উপস্থাপিত হওয়ায় স্বল্প সময়েই ইলম-পিপাসুদের হৃদয়ে স্থান করে নিয়েছে কিতাবটি।
দেশের বরেণ্য আলেমগণ কিতাবটির প্রশংসনীয় মূল্যায়ন করেছেন। লেখকের সম্মানিত উস্তাদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব কিতাবটিকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী আখ্যায়িত করে স্নেহভাজন ছাত্রকে প্রকাশনার অনুমতি প্রদান করেন।
এছাড়াও বানুরী টাউন করাচীর মুহতামিম ও বেফাকুল মাদারিস পাকিস্তানের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ. সহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম কিতাবটির গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রদান করেছেন, যা গ্রন্থটির শুরুতেই সংযুক্ত করা হয়েছে।
জর্ডান থেকে প্রকাশের পর থেকেই বিভিন্ন দেশের প্রকাশনা প্রতিষ্ঠান কিতাবটি পুনর্মুদ্রণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে দেশ-বিদেশের অসংখ্য উলামা ও তুলাবা এ গবেষণাকর্মকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
উল্লেখ্য, শুধু এই মুফতি আব্দুল মালেকই নন—বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবসহ আরও কয়েকজন বাংলাদেশি আলেম-লেখকের গ্রন্থও এবারের কায়রো আন্তর্জাতিক বইমেলায় বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।আন্তর্জাতিক অঙ্গনে এ সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের ইসলামী জ্ঞানচর্চা ও বাঙালি জাতিসত্তার জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
এমএম/
