মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ।। ১২ মাঘ ১৪৩২ ।। ৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
দাওরার স্বীকৃতি চায় কুরআন শিক্ষা বোর্ড, আলোচনায় বসছে মন্ত্রণালয় গাজায় 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র নীতি চালু করবেন ট্রাম্প? ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ১৪ জনের প্রাণহানি হজযাত্রীদের সেবায় এবার বৈদ্যুতিক বাস চালু হল রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বত্তরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য: শায়খে চরমোনাই ‘ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে দেশ গঠনের সম্মিলিত চেষ্টা সময়ের দাবি’ 

দাওরার স্বীকৃতি চায় কুরআন শিক্ষা বোর্ড, আলোচনায় বসছে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হিসেবে ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’ দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) স্বীকৃতি প্রদানের আবেদন করেছে। সেই আবেদনে সাড়া দিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশের অন্যতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হিসেবে পরিচিত ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’-এর দাওরাকে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং-১৪১৫, ১৪ তলা, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উপ-মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার আওয়ার ইসলামকে জানান, তারা মন্ত্রণালয়ে আবেদন দিয়ে তাদের শিক্ষাবোর্ডকে দাওরায়ে হাদিসের স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে মন্ত্রণালয় বৈঠক ডেকেছে।  
চরমোনাইয়ের বোর্ড হিসেবে পরিচিত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বরাবর সেই আবেদনটি করেন। এটি আওয়ার ইসলামের হাতে এসেছে। সেই আবেদনে বলা হয়েছে-

মহাত্মন,
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সবিনয় নিবেদন এই যে, এ দেশে আদর্শবান নাগরিক গড়তে কওমি মাদরাসা স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে ১৯৮৯ ইং সনে ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম ও আধ্যাত্মিক বুযুর্গ আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ: পীর সাহেব চরমোনাই। তাঁর আজীবনের আকাঙ্খা ছিলো-'৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদরাসা' স্থাপন করা। তাঁর আহবানে সাড়া দিয়ে নিজ অনুসারী ও দ্বীনপ্রিয় সর্বসাধারণের উদ্যোগে ইতোমধ্যে ছোট-বড় হাজার হাজার মাদরাসা স্থাপিত হয়েছে, আলহামদুলিল্লাহ ।

সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর অধীনে ছোট-বড় ৫ সহস্রাধিক মাদরাসা নিবন্ধিত। তন্মধ্যে মাস্টার্স (তাকমীল) ও ফযিলত (স্নাতক) মাদরাসা প্রায় ২০০টি। অত্র বোর্ডের অধীনস্থ মাদরাসাসমূহে বোর্ড প্রদত্ত সিলেবাস অনুয়াযী (প্লে থেকে দাওরা পর্যন্ত) পাঠদান করানো হয়। প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী অত্র বোর্ডের নিয়ন্ত্রণে বার্ষিক ও কেন্দ্রীয় পরীক্ষায় অবতীর্ণ হয়।

আপনি সম্যক অবগত আছেন, কওমি শিক্ষা ধারার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমীল)- এর সনদকে ‘মাস্টার্স ডিগ্রি’ (ইসলামিক স্টাডিজ ও আরবী) এর সমমান প্রদান করা হয়েছে। ২০১৮ সালের ৪৮ নং আইনবলে আল-হাইআতুল উলয়া লিল জামি'আতিল কওমিয়া বাংলাদেশ' নামে উচ্চতর ইসলামি শিক্ষা বোর্ড গঠন করা হয়। যা ৬ টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত।

কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়-‘আল-হাইআতুল উলয়া লিল জামি'আতিল কওমিয়া বাংলাদেশ' প্রতিষ্ঠাকালে বিগত সরকার বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডকে অন্তর্ভুক্তির সুযোগ না দেয়ায় অত্র প্রতিষ্ঠানটি তাদের আওতাভুক্ত কওমী মাদরাসা শিক্ষা বোর্ড হিসেবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নয়।

এমতাবস্থায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনস্থ মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমিল) সনদের শিক্ষার মান নিশ্চিতকরণ; সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ; পরীক্ষা গ্রহণ ও তত্ত্বাবধান; এবং দাওরায়ে হাদিস (তাকমিল) সহ সকল শ্রেণির সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার সময় নির্ধারণ, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল ও সনদ তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকারি স্বীকৃতি থাকা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের আর্থিক কোন দায় থাকবে না।

অতএব, মহাত্মন সমীপে প্রার্থনা-অত্র আবেদনটি সুবিবেচনা করতঃ অত্র বোর্ডের বর্ণিত কার্যক্রমকে সরকারি স্বীকৃতি প্রদান করার জন্য বিনীত আবেদন করছি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ