বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-৫ আসনে রাতভর হাতপাখার ব্যানার সাঁটানোর কর্মসূচি ফেনীতে ইমাম সম্মেলন, গণভোটের প্রচারে ইমামদের সহযোগিতা কামনা  লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দীন ও ফকিহ মুফতি গোলাম রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুমের একমাত্র ছেলে মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া আওয়ার ইসলামকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া জানান, তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে জটিল কোনো রোগ ছিল না। কয়েক দিন ধরে জ্বর ছিল। আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে অবস্থার অবনতি হলে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

মুফতি গোলাম রহমানের জানাজা আজ বুধবার রাত ৯টায় খুলনা নগরীর জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুমের আঙ্গিনায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

মুফতি গোলাম রহমান সারাদেশে পরিচিত আলেমদের একজন। বিশেষ করে দক্ষিণবঙ্গে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি দারুল উলুম খুলনার দীর্ঘদিনের প্রধান মুফতি ছিলেন। পরবর্তী সময়ে খুলনা নগরীতে জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম প্রতিষ্ঠা করেন। তিনি এই মাদরাসার মুহতামিম এবং শাইখুল হাদিস ছিলেন। তবে জীবনের শেষ দিনগুলোতে তিনি ঢাকাতেই বেশির ভাগ সময় থাকতেন। 

মুফতি গোলাম রহমান এক ছেলে, চার মেয়ে, স্ত্রী এবং অগণিত আত্মীয়-স্বজন রেখে গেছে। এছাড়া তার হাজার হাজার ছাত্র দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মৃত্যুতে আলেম উলামা ও ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ