ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে মহড়াটি কৈয়ার বিল ইউনিয়ন পর্যন্ত অগ্রসর হয়। পরে পুনরায় মডেল স্কুল অ্যান্ড কলেজে এসে মহড়া শেষ হয়।
মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় দেশবাসীকে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএম/