মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৮ শাবান ১৪৪৭

শিরোনাম :

সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৩,৮৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হয়েছে। হিজরি হিসেবে আজ ৭ শা‘বান ১৪৪৭। এ বছর দেশব্যাপী ২৫৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সূত্রে জানা গেছে, চলতি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

দাওরায়ে হাদীস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দা: বা:), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান (দা. বা.) এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ দেশবাসী মুসলিম ভাই-বোনদের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষার্থী, নেগরান, মাদরাসা ও মারকায কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।

এ গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার আয়োজন সফল করতে রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদেরও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ