বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত ‘কালো পর্দা করা নারীদের ভূতের মতো লাগে’ বলে বেরোবি ছাত্রদল নেতার কটূক্তি ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার কিশোরগঞ্জ-১: দুই খেলাফতের লড়াই, পোয়াবারো বিএনপির সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব বাড়ায় কাজের গতি

সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়?

উত্তর: বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বিয়ের আকদ বা ইজাব-কবুল কমপক্ষে দুই জন সাক্ষীর উপস্থিতিতে হওয়া আবশ্যক। দুই জন সাক্ষীর উপস্থিতি ছাড়া ইজাব-কবুল করলে অর্থাৎ একপক্ষ প্রস্তাব দিলে অন্য পক্ষ কবুল বললেও বিয়ে শুদ্ধ হয় না।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অভিভাবক ও দুই জন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে হয় না। (সহিহ ইবনে হিব্বান)

তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুই জন সাক্ষী নির্দিষ্ট করা জরুরি নয়। বিয়ে যদি অনেকের উপস্থিতিতে হয়, দুইজন ব্যক্তিকে নির্দিষ্ট করে সাক্ষী বানানো না হয়, তাহলেও বিয়ে হয়ে যাবে।

মসজিদে বহু মানুষের উপস্থিতিতে বিয়ের আকদ হলে সেখানে পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি ছাড়া সাক্ষী হওয়ার উপযুক্ত যারা উপস্থিত থাকবে, পাত্রী-পক্ষ ও পাত্র-পক্ষের ইজাব ও কবুল শুনবে, সবাই বিয়ের সাক্ষী গণ্য হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ