সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। তাঁকে নিয়ে ফেসবুকে সিরিয়াস অসুস্থতার পোস্ট প্রচার না করতে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

মাওলানা হাফেজ্জীর দ্বিতীয় ছেলে এবং ময়মনসিংহের মাখযানুল উলুম মাদরাসার মুহাদ্দিম মাওলানা আব্দুল্লাহ মোকাররম শুক্রবার (২০ জুন) রাতে এক ফেসবুক পোস্টে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 

‘সচেতনতামূলক পোস্ট’ শিরোনামে মাওলানা আব্দুল্লাহ মোকাররম লিখেন-আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুর এখন সুস্থ আছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে দুই দিন তিন রাত হসপিটালে ভর্তি ছিলেন। আলহামদুলিল্লাহ আজ সকালে বাসায় ফিরেছেন।’
মাওলানা মোকাররম লিখেন- ‘ফেসবুকে তার অসুস্থতার খবর দেখে, তার মহব্বতে অনেকেই সিরিয়াস পোস্ট করেছেন, কেউ কেউ এখনো করছেন। তাদেরকে আরেকটু দায়িত্বশীল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

তিনি লিখেন- আপনার একটি পোস্ট অনেকেই অনেক বেশি পেরেশান করে। হযরতের সুস্থতা এবং নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী বৃহত্তর ময়মনসিংহসহ দেশের শীর্ষ আলেম। বর্ষীয়ান এই আলেম একজন বুজুর্গ হিসেবে সর্বমহলে প্রসিদ্ধ। তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি। 

মাখযানুল উলুম মাদরাসা ময়মনসিংহের সাবেক মুহতামিম এবং বর্তমান প্রধান মুরব্বি ও শাইখুল হাদিস। এছাড়াও বিভিন্ন দীনি প্রতিষ্ঠানের তিনি পৃষ্ঠপোষক ও মুরব্বি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ