সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি

জোবায়েদ হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের জানাজা শেষে খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে জবি শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠ থেকে শুরু করে ভাষা শহীদ রফিক ভবন, প্রধান ফটক হয়ে শাঁখারি বাজার মোড়, রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়।

এসময় তারা 'প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'আমার ভাই মৃত কেনো, প্রশাসন জবাব চাই', 'জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস' 'ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনীদের ফাঁসি চাই'সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। 

জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমার ভাইকে খুন করার পর ২২ ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার দেখতে পাইনি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতিদ্রুত আমার ভাই জুবায়েদের খুনিদের গ্রেফতার করা হোক এবং আইনী ভিত্তিতে ফাঁসি দেওয়া হোক।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা ছাত্রদল স্পষ্ট করে বলতে চাই, 'বিচারের দাবিতে থানার ওসির শীতলতা দেখা গেছে। যা খুবই হতাশাজনক। বিচারের কোনো ধরনের গড়িমসি হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

উল্লেখ্য, গতকাল বিকাল সাড়ে ৪টায় পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নাম্বার বাড়িতে তিন তলার সিঁড়িতে ছুরিকাঘাত করে খুন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ