সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) থেকে কাঙ্ক্ষিত ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট অর্জন করেছে।

সোমবার (২০ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন ISO 9001: কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেট আমাদের কাজের গুণগত মান, স্বচ্ছতা ও দক্ষতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’

তিনি আরও লিখেন, ‘সকল কার্যক্রমে আমরা যে আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ—এই স্বীকৃতি তার একটি প্রমাণ।’

এই অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘এই বিশেষ ক্ষণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়ার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, ISO 9001 হলো একটি আন্তর্জাতিক মান যা কোনো প্রতিষ্ঠানের গুণগত ব্যবস্থাপনা কার্যক্রমের স্বীকৃতি প্রদান করে। এটি প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা, দক্ষতা এবং সেবার গুণগত মান নিশ্চিত করে।

বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ২০১৮ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংস্থাটি দেশজুড়ে ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ