মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩০ আষাঢ় ১৪৩২ ।। ২০ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
নতুন বাংলাদেশ গঠনে ৭ দফা বাস্তবায়নের আহ্বান জামায়াত নেতা বুলবুলের ‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’  ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক ‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’ রাষ্ট্রের টাকায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে উপদেষ্টা শারমীন মুরশিদ: হেফাজত ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন এনসিপি নেতা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল  গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ‘মহা বিপর্যয়’, ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইসলামি দলগুলোর ঐক্যচেষ্টায় পিআর কি বাধা হয়ে দাঁড়াবে? রাতে চরমোনাই যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

এবার সচেতন ছাত্রের পরিচয়ে সাদপন্থীদের একাধিক সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সচেতন ছাত্রের পরিচয়ে সাদপন্থীদের সংবাদ সম্মেলনের কয়েকটি চিত্র। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

এবার সচেতন ছাত্র সমাজের পরিচয়ে তাবলীগের বিচ্ছিন্ন গোষ্ঠী দিল্লির মাওলানা সাদের অনুসারীরা একাধিক সংবাদ সম্মেলন করেছে। এর আগে তারা পরিচয় গোপন করেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রুপটি। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি), রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে ডুয়েটসহ দেশের আরো কয়েকটি জায়গায় সংবাদ সম্মেলন করে সচেতন ছাত্রের ব্যানারে সাদপন্থীরা। সম্মেলনে তারা বেশ কিছু দাবিও জানান।

এদিকে পরিচয় গোপন রেখে বা ভিন্ন পরিচয়ে সাদপন্থীদের সংবাদ সম্মেলন বিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটি যে সকল ছাত্ররা অধ্যায়নরত অবস্থায় আছেন, তাদের ভেতর অনেকেই দাওয়াত ও তাবলীগের মেহনত সাথে সম্পৃক্ত। তাবলীগের বিভাজনের পর ছাত্রদের ভিতরেও স্বাভাবিক নিয়মে বিভাজন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাদপন্থী ছাত্ররা গত কয়েকদিন যাবত তাদের পরিচয় গোপন করে অর্থাৎ সাদপন্থী ছাত্র সমাজ না বলে, সচেতন ছাত্রসমাজ নামে নিজেদেরকে উপস্থাপন করছে। এবং তবলীগের ভিতর বৈষম্য দূর করবে বলে সাদপন্থীদের দাবিগুলো উপস্থাপন করছে। মানুষদেরকে বোঝাতে চাচ্ছে,  তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। গতকালও সাংবাদিকরা প্রশ্ন করলে তারা তাদের নিরপেক্ষ হিসেবে পরিচয় দেন। এর দ্বারা তারা সাধারণ মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।

পড়ুনপরিচয় গোপন রেখে সাদপন্থীদের সংবাদ সম্মেলন

তিনি জানান, আজকেও জাতীয় প্রেসক্লাবে সাদপন্থী ছাত্রগুলো তাদের পরিচয় গোপন করে এবং নিরপেক্ষ দাবি করে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাদপন্থীদের দাবি উপস্থাপন করছে।

এসময় রায়হান প্রশ্ন রেখে বলেন, তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ