রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭


দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছেন জামায়াত নেতা তাহের: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের একটি বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আমেরিকান অ্যাম্বেসির জনৈক কর্মকর্তার সাথে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করেছেন যে, 'তাদের মধ্যে (ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে) কিছু এক্সট্রিমিজম আছে'। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত নেতার এই বক্তব্যের নিন্দা জানায়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আমরা এই অঞ্চলের হাজার বছরের সুফিধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন। যা ইসলামের দাওয়াতী চরিত্র ধারণ করে প্রীতি-ভালোবাসা, সেবা ও যুক্তিবোধকে জাগ্রত করে জনতার মন জয় করে।

ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে। ইসলামবহির্ভূত, ভ্রান্তধারনা প্রসূত কথিত “উগ্রপন্থাকে” ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই সমর্থন করেনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, উত্থাপিত প্রসঙ্গে ডাক্তার তাহের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যথাযথ ধারণা দিতে পারতেন। কিন্তু তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে লক্ষবস্তুতে পরিনত করতে বাংলাদেশে “এক্ট্রিমিজম” এর অস্তিত্ব স্বীকার করে এসেছেন। সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত কুখ্যাত পশ্চিমা ‘ওয়ার এন্ড টেরর’ এর পরিভাষা ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মন্তব্য করার পূর্বে আয়নায় নিজের চেহারা দেখা উচিত। বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার গন্ধ খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রে ডাক্তার তাহেরও অংশ নিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমাদের রাজনীতির মধ্যে কোন ধরণের লুকোছাপা নাই। দীর্ঘ তিন যুগের বেশিসময় আমরা বাংলাদেশে রাজনীতি করছি। সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করেছি। ফলে আমাদের রাজনৈতিক পথচলার পদ্ধতি নিয়ে কারো অজানা থাকার কথা না। ফলে এই বিষয়ে ইউএস এম্বাসিকে জড়িত করে ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে ইউএস এম্বাসির বক্তব্য ও ব্যাখ্যা দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ