রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৭ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭


নির্বাচনকালীন বাংলাদেশি কূটনীতিকদের দূতাবাস ত্যাগে বিধি নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশের বাংলাদেশের সব দূতাবাসের প্রধানদের ওপরে মিশন ত্যাগ না করতে বিধি নিষেধ আরোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী মিশন প্রধানরা নির্বাচনের আগে পরে মিশন ত্যাগ করতে পারবেন না।

মন্ত্রণালয়সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থেকে বিদেশে সকল বাংলাদেশ মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতীত) একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'মিশন প্রধান আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিপ্রেক্ষিতে, সব রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন এবং গণভোটের আগে এবং তার পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

সূত্র থেকে আরও জানা যায়, বিদেশে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। এ ভোটগ্রহণ ও দেশে প্রেরণের লক্ষে এ নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ