শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ মাঘ ১৪৩২ ।। ১২ শাবান ১৪৪৭


তাপমাত্রা বৃৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা বেড়ে গরম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার ( ৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।

এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী ৪৮ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংস্থাটি আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ