শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ।। ১৬ মাঘ ১৪৩২ ।। ১১ শাবান ১৪৪৭


খেলাফত মজলিস প্রার্থীর সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ডা. জহির উদ্দিন আহমেদ ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ