গতকাল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে রিকশা মার্কা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, এনসিপি শরীয়তপুর জেলা আহবায়ক ইমরান নাদিম, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জাজিরা উপজেলা সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মিজবাহ উদ্দীন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আদর্শিক রাজনীতির পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান এবং রিকশা প্রতীকে ভোট দিয়ে জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।
এমএম/