শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ।। ১৬ মাঘ ১৪৩২ ।। ১১ শাবান ১৪৪৭


‘নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ীতে চাঁদাবাজিকে দাফন করে দেব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ডেমরা সারুলিয়া বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

জনসভায় প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। ঢাকা-৫ আসন তথা ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর অবহেলিত জনপদকে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক এলাকায় রূপান্তর করার লক্ষ্যে সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থী হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখায় ভোট দিন।

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, দীর্ঘ ৫৪ বছরে ১২টি নির্বাচনে এই অঞ্চল থেকে অনেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলির মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে নাই। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমিদখলসহ অসংখ্য সংকট এ অঞ্চলের মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে। তাই শুধু নেতার পরিবর্তন নয় নীতি আদর্শের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে হাতপাখায় ভোট দিয়ে আপনার অধিকার নিশ্চিত করুন।

তিনি বলেন, দায়িত্ব পেলে এই অঞ্চলের চাঁদাবাজি কে চিরতরে দাফন করা হবে, বাড়িওয়ালারা বাড়িঘর করতে চাঁদা দিতে হবে না, কোন সরকারি অফিসে ঘুষ দিতে হবে না, গ্যাসের সংকট সমাধানের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে, কিছু নারী ও বৃদ্ধদের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে, অবকাঠামাগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে, প্রশাসনকে দলীয় দুর্বিত্তন মুক্ত করে সুশাসন নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান ইবরাহীম, আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনির হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ