শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ।। ১৬ মাঘ ১৪৩২ ।। ১১ শাবান ১৪৪৭


চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের প্রার্থীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলা জমিয়ত, স্থানীয় বরেণ্য উলামায়ে কেরাম এবং ছাত্র জমিয়তের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আলোচনায় পারস্পরিক সহযোগিতা, দ্বীনি মূল্যবোধ রক্ষা এবং এলাকার সার্বিক কল্যাণের বিভিন্ন দিক গুরুত্বের সাথে বিবেচিত হয়।

প্রসঙ্গত, এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় নেতা এবং হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মুনির। তবে জমিয়ত বিএনপির সঙ্গে জোট করলে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন এবং চট্টগ্রাম-৫ আসনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ