
|
খেলাফত মজলিস প্রার্থীর সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক
প্রকাশ:
৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ডা. জহির উদ্দিন আহমেদ ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়। আরএইচ/ |