পবিত্র কাবা শরিফকে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) গোসল করানো হবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি পুরোদমে চলছে। মুসলিম বিশ্বে এটাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক আয়োজন হিসেবে দেখা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌদি বাদশাহ ও তার মনোনীত প্রতিনিধি, দুই পবিত্র মসজিদের খাদেম, মুসলিম বিশ্বের সম্মানিত উলামায়ে কেরাম, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা। বিশেষ এই দিনে কাবাঘরের ভেতরের দেয়াল পরিষ্কার করার কাজ হবে, যা তিনটি ধাপে সম্পন্ন করা হবে:
প্রথম ধাপ: পবিত্র জমজমের পানি দিয়ে ধৌতকরণ।
দ্বিতীয় ধাপ: গোলাপজল দিয়ে পরিষ্কার।
তৃতীয় ধাপ: উৎকৃষ্ট গুণের সুগন্ধিযুক্ত পানি (ত্বাইফের গোলাপসহ) দিয়ে শেষ ধাপ।
সৌদি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি লাইভ সম্প্রচার করা হবে। ৫০টিরও বেশি দেশে এই আয়োজনের বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি মাধ্যমে ৩৬০ ডিগ্রি ভিউ এবং ১৫টি ভাষায় সিমাল্টেনিয়াস ট্রান্সলেশন সুবিধা পাওয়া যাবে। এছাড়া, বিশেষ মোবাইল অ্যাপে রিয়েল টাইম আপডেটও সরবরাহ করা হবে।
১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাবাঘরের তাওয়াফ এলাকা সীমিত থাকবে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
ইসলামিক ইনফরমেশনের মুখপাত্র ড. খালিদ আল-মাগরিবি বলেছেন, ‘এই অনুষ্ঠান মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। বিশ্বের কোটি মুসলমান এই মুহূর্তের জন্য অপেক্ষা করেন।’ সৌদি কর্তৃপক্ষ এই ঐতিহাসিক মুহূর্তে সকল মুসলিম ভাই-বোনদের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে।
এমএইচ/