জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল। আগামী ২০ ও ২১ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) রাজধানীর দক্ষিণ বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত হবে এ মহাসম্মেলন। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে মাহফিলের মূল পর্ব।
মাহফিলে দেশের প্রখ্যাত আলেমগণ কুরআনের তাফসির পেশ করবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন —
মাওলানা আবদুল গাফফার (শায়খুল হাদীস,ঢালকা নগর মাদরাসা, ঢাকা),
মাওলানা মুহাম্মদ ইসলামঈ (প্রিন্সিপাল, ইসলামপুর মাদরাসা, গোপালগঞ্জ),
মাওলানা মেরাজুল হক (ব্রক্ষনবাড়িয়া)
মুফতি মিজানুর রহমান কাসেমী (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ),
মাওলানা জুবায়ের আহমদ (খতিব,মতিঝিল সরকারি কলোনি মসজিদ),
এবং মাওলানা লোকমান সাদী (খতিব, বড় মসজিদ, কেরানীগঞ্জ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন —
মাওলানা আবু তাহের রাহমানী, মুফতি আবদুল হাফিজ কাসেমী, মাওলানা আবদুর রাজ্জাক নওদী,
মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা নূরুল আলম নওদী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম,
মাওলানা হেলালুদ্দীন, মাওলানা লোকমান হাসান সারওয়ারী, মাওলানা শহীদুল ইসলাম মাহমুদী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাওলানা আবদুল আখির, চেয়ারম্যান, জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, কুরআনের ব্যাখ্যা, সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ মাহফিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সকল স্তরের মুসলমানদের মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এলএইস/