টানা নবম দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। এ সময় তারা দ্রুত জাতীয়করণের দাবিতে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ ছাড়া সরকার যদি শিগগিরই জাতীয়করণের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে তারা এমন হুঁশিয়ারি দেন।
শিক্ষকরা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।
শিক্ষক নেতারা বলেন, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, আমরা বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেই। এবারও যদি জাতীয়করণের ঘোষণা না আসে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করব।
শিক্ষকরা দাবি জানান, জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি দ্রুত নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পান এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় ঘটানো যায়। সরকার তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এলএইস/