যশোর প্রতিনিধি
আগামীকাল সোমবার (২০ অক্টোবর) বাদ আসর থেকে যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও সমকালীন ফিতনা মোকাবেলায় দ্বীনি মজলিস অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন
আল্লামা ড. নূরুল আবসার আজহারি, বিভাগীয় প্রধান, উচ্চতর হাদীস বিভাগ, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেবেন মুফতী গোলামুর রহমান, মুহতামিম ও শায়খুল হাদীস, জামিয়া রশিদিয়া ফুলবাড়িগেট, খুলনা।
মাওলানা মুহাম্মদ আল আমীন, দাঈ, মারকাযুদ্দাওয়া আলইসলামিয়া, ঢাকা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী, সভাপতি, জেলা ইমাম পরিষদ যশোর।
মাওলানা আব্দুল মান্নান, মুহতামিম, দারুল আরকাম মাদরাসা যশোর।
মাওলানা রুহুল আমীন, মুহতামিম ও শাইখুল হাদিস, দড়াটানা মাদরাসা যশোর।
মাওলানা নাসীরুল্লাহ, মহাসচিব, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ।
মাওলানা বেলায়েত হোসেন, সেক্রেটারি, জেলা ইমাম পরিষদ, যশোর।
মাওলানা নাজির উদ্দিন সেক্রেটারি, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা।
মুফতী শামসুর রহমান, মুহতামিম, বারান্দীপাড়া মাদরাসা যশোর।
মজলিসে সভাপতিত্ব করবেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি
মাওলানা মুফতী মুজিবুর রহমান।
এনএইচ/