কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে পবিত্র আশুরা উপলক্ষে ২ দিন ব্যাপী ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ৪ জুলাই, ২০২৫ শুক্রবার বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব প্রবীণ আলেমে দীন মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান পীর সাহেব গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করবেন।
আগামী ৫ জুলাই, ২০২৫ শনিবার দুপুর ২.৩০ মিনিটে মহিলা তালিমী মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে পবিত্র আশুরার তাৎপর্যের পাশাপাশি কুরআন-হাদিসের আলোকে দ্বীনি দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামি আদর্শ নিয়ে আলোচনা তুলে ধরা হবে। বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী জানান, বিশেষভাবে তরুণ এবং নারী সমাজকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতেই নারী-পুরুষের জন্য পৃথক ২টি মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি এলাকার সকল নারী-পুরুষকে তাদের জন্য নির্ধারিত মাহফিলে উপস্থিত হওয়ার আহবান জানান।
এমএইচ/