বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

প্রস্তুত মিনা, কয়েক ঘণ্টা পর শুরু হবে হজের আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেষ হতে চলেছে হাজিদের অপেক্ষার পালা। কয়েক ঘণ্টার ব্যবধানে শুরু হতে চলেছে চলতি হজ মৌসুমের আনুষ্ঠানিকতা। হাজিদের বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাঁবুর শহর খ্যাত মিনা প্রান্তর। 

বুধবার (৮ জিলহজ, ৪ জুন) সকাল থেকে এই তাঁবুর শহরে সমবেত হবেন ১৫ লাখেরও বেশি হাজি। এদিন থেকে শুরু হবে ‘ইয়াওমুত তারবিইয়াহ’ বা হজের আনুষ্ঠানিকতা। 

পরদিন বৃহস্পতিবার (৯ জিলহজ, ৫ জুন) সুবহে সাদিকের সময় আরাফার ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। এখানে তারা হজের মূল ফরজ ‘ওকুফে আরাফা’ বা আরাফায় অবস্থান পালন করবেন।

সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারিত আকাশপথের ছবিতে দেখা গেছে, রাতের অন্ধকারে মিনার আকাশ আলোয় ঝলমল করছে, যেখানে উন্নত প্রযুক্তি-সম্পন্ন তাঁবুগুলো সারিবদ্ধভাবে হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত।

তাঁবুর শহরের বিস্তৃত সড়ক হাজিদের বহনকারী বাস ও গাড়ি চলাচলের জন্য তৈরি রাখা হয়েছে।

মিনা মক্কার মসজিদুল হারাম থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি ছোট উপত্যকা, এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই উপত্যকা হজের সময় হাজিদের থাকার জন্য তৈরি করা শ্বেতবর্ণের হাজারো তাঁবুতে পরিপূর্ণ হয়ে থাকে। এই তাঁবুগুলো অগ্নিনির্বাপণযোগ্য এবং হাজিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সুবিধাসম্পন্ন।

মিনার তাঁবুগুলো প্রায় ২৬ লাখ হাজিকে একসঙ্গে আশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে। মিনার অবকাঠামো আধুনিক প্রকৌশল ও ব্যবস্থাপনার এক বিস্ময়, এখানে আগত বিপুল সংখ্যক হাজিরা নির্বিঘ্নে চলাচল ও অবস্থানের সুযোগ পান। এখানে রয়েছে বিস্তৃত সড়কপথ, সেতু ও সুড়ঙ্গের নেটওয়ার্ক। এর ফলে হজের গুরুত্বপূর্ণ তিনটি স্থান মিনা, আরাফা ও মুযদালিফার হাজিদের চলাচল সহজ হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ