রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা সচিবালয়ে ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দল পঞ্চগড়ে বন্ধ হাসপাতাল চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা সহায়তা অবশেষে শাপলা কলি প্রতীকই নিচ্ছে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান জাকির নায়েকের বাংলাদেশ সফর ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন: জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আমুড়া ইউনিয়নে জমিয়তের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন

পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর পুরানা পল্টনে শায়খ সৈয়দ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার (মারকায ভবন) এর পঞ্চম তলায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মুহতারাম চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।  

বুধবার (৭ মে) বিকেলের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছিরউদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জামিয়া কারীমিয়া রামপুরার মুহতামিম মাওলানা মাকবুল হুসাইন, জাতীয় মহিলা মাদ্রাসার নাযিমে তালিমাত মুফতি হুসাইন আহমদ, জামিয়া কারীমিয়া বামৈল এর মুহতামিম মাওলানা আব্দুল কাদের, নাযিম মুশতাক আহমদ আলাপুরী, তিলপাপাড়া মদীনাতুল উলূম খিলগাও এর মুহতামিম শাইখুল হাদীস মাওলানা ইউনুস ঢালী, জামিয়া নিজামিয়ার মুহতামিম মাওলানা আজহারুল ইসলাম আজমী, নূরবাগ জামিয়ার মুহতামিম মুফতি জহিরুল ইসলাম কাসেমীসহ ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ ও রাজধানীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও নাজেমে তালিমাতরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সাহেব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ