
| 	
        
			
							
			
			  পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন  
			
			
	
			
										প্রকাশ:
										০৭ মে, ২০২৫,  ০৭:৩৬ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 রাজধানীর পুরানা পল্টনে শায়খ সৈয়দ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার (মারকায ভবন) এর পঞ্চম তলায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মুহতারাম চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বুধবার (৭ মে) বিকেলের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছিরউদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জামিয়া কারীমিয়া রামপুরার মুহতামিম মাওলানা মাকবুল হুসাইন, জাতীয় মহিলা মাদ্রাসার নাযিমে তালিমাত মুফতি হুসাইন আহমদ, জামিয়া কারীমিয়া বামৈল এর মুহতামিম মাওলানা আব্দুল কাদের, নাযিম মুশতাক আহমদ আলাপুরী, তিলপাপাড়া মদীনাতুল উলূম খিলগাও এর মুহতামিম শাইখুল হাদীস মাওলানা ইউনুস ঢালী, জামিয়া নিজামিয়ার মুহতামিম মাওলানা আজহারুল ইসলাম আজমী, নূরবাগ জামিয়ার মুহতামিম মুফতি জহিরুল ইসলাম কাসেমীসহ ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ ও রাজধানীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও নাজেমে তালিমাতরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সাহেব। এমএইচ/  |