রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

চবিতে দ্রুত ভিসি নিয়োগের প্রজ্ঞাপনের দাবীতে কমপ্লিট শাটডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে দ্রুত ভিসি ও প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারীর দাবীতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও দুই নাম্বার গেইটে তালা মেরে ভিসি নিয়োগের দাবীতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা।

গত ১২ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি। ভিসি ছাড়া এক মাসেরও বেশি সময় পার হলেও নিয়োগ পাননি নতুন কেউ। বারবার আলোচনা হলেও আসছে না প্রজ্ঞাপন।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর থেকে আমরা ভিসি নিয়োগের দাবীতে আন্দোলন করে আসছি। ঢাবি ও রাবিতে ভিসি নিয়োগ হলেও আমরা এখনো বঞ্চিত। আমরা আন্দোলন করার জন্য ক্যাম্পাসে আসিনি। আমরা পড়াশোনার জন্য এসেছি। অথচ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদেরকে আন্দোলনে বাধ্য করে পড়ার টেবিল থেকে বিরত রাখতে চায়। দ্রুত ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।’

ইসলামিক স্টাডিজ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা মনে হয় যেন ভার্সিটিতে পড়াশোনা করতে আসিনি, আন্দোলন করতেই এসেছি। এর মধ্যে যা ছিটেফোঁটা পড়াশোনার সুযোগ হয় এটাই ভাগ্য। আমরা এমন পরিবেশ চাই না। দ্রুত ভিসি নিয়োগ নিয়োগ দিয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা হোক।’

আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নিয়ামতউল্লাহ ফারাবী বলেন, ‘ভার্সিটির দুইটা অংশ: একাডেমিক আর প্রশাসনিক। একাডেমিক বিভাগের দেখভাল করার জন্যই প্রশাসনিক বিভাগ দায়িত্ব পালন করে। যেখানে অফলাইনে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে আছে, সেখানে প্রশাসনিক ভবন খোলা রাখার দরকার নাই। আমরা প্রশাসনিক ভবনে তালা মেরে দিচ্ছি। নতুন ভিসি এসে নিজে হাতে এটা খুলবেন। ততক্ষণ পর্যন্ত চবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’

সমাবেশে শিক্ষার্থীদের ‘ঢাবি, রাবি স্বর্গে, চবি কেন মর্গে?’, ‘ঢাবি, রাবি ভিসি পেলো, চবি কেন খালি গেলো?’, ‘আর নয় বিজ্ঞাপন, এবার হোক প্রজ্ঞাপন’, ‘ভিসি যখন আসবে, চবির তালা খুলবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ