সোমবার, ১৪ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৯ মহর্‌রম ১৪৪৭


বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাইভেট মাদরাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আওতাধীন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব দারুন নাজাত ক্যাডেট মাদরাসা-এ এই মজলিস অনুষ্ঠিত হয়।

মজলিসের সভাপতিত্ব করেন রুপনগর থানার সভাপতি মুফতী ওমর ফারুক সিরাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল সাইয়েদ আসআদ মাদানী-এর খলিফা ও জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতী আনোয়ার মাহমুদ। তিনি বলেন, শিক্ষকরা মানুষের গড়নের কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মায়ের চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশে কম নয়। মহান আল্লাহ তাআলা শিক্ষকদের আলাদা মর্যাদা ও সম্মান প্রদান করেছেন। ফলে মুসলিম সমাজে শিক্ষকরা বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী।

মুফতী আনোয়ার মাহমুদ আরও বলেন, শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি, এবং শিক্ষকের ভূমিকার গুরুত্ব অপরিসীম। সমাজে শিক্ষকদের সম্মানের ঐতিহ্য প্রাচীন। হাদিসে এসেছে, ‘আল্লাহর পরে, রাসূলের পরে, ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব, যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে।

মুফতী ওমর ফারুক সিরাজী তার সভাপতিত্বের বক্তব্যে বলেন, ইসলামে শিক্ষকের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি সমাজে জ্ঞান অর্জন ও বিতরণকে একটি পুণ্যময় কাজ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে শিক্ষকের মর্যাদা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি শিক্ষিক হিসেবে প্রেরিত হয়েছি।’ এর মাধ্যমে তিনি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকের ভূমিকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার সাধারণ সম্পাদক মুফতি মোবাশ্বের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফিয়া মাদরাসা-এর মুহতামিম মুফতি ফয়সাল আহমেদ যাকারিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার দায়িত্বশীলরা।

অনুষ্ঠানের শেষদিকে ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ