মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

চাঁদপুরে হামলার শিকার সেই ইমাম বেঁচে আছেন, শঙ্কামুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর শহরের একটি মসজিদে জুমার নামাজ শেষে কুপিয়ে আহত করা ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানী এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার পরিবার নিশ্চিত করেছে, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে শঙ্কামুক্ত।

এই ঘটনার পর গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত ইমামের বড় ছেলে আফনান তাকি।

ইমামের ওপর হামলার ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই গুজব ছড়িয়েছেন যে ইমাম মারা গেছেন। তবে তার পরিবার সেই খবর ভিত্তিহীন বলে জানিয়েছে।

ঘটনার বিস্তারিত তথ্য অনুযায়ী, চাঁদপুর পৌর এলাকার প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজে খুতবার সময় ইমাম মাওলানা নূর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয় এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেন। নামাজ শেষে তিনি পূর্বপরিকল্পিতভাবে চাপাতি নিয়ে মসজিদের ভেতরে ইমামের ওপর হামলা চালান, এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

তাৎক্ষণিকভাবে মুসল্লিরা ইমামকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং হামলাকারী বিল্লালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আহত ইমামের ছেলে আফনান তাকি বলেন, “আমার বাবার ওপর যেভাবে হামলা হয়েছে তা নির্মম ও অমানবিক। আমরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনেছি। তিনি এখন রাজধানীর হলি কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।”

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই তদন্ত) মিন্টু দত্ত জানান, হামলাকারী বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ