রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭


কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারও নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—সবাইকে সম্মিলিতভাবে এ দায়িত্ব নিতে হবে। এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটুকু থাকা অপরিহার্য।”

ডা. শফিকুর রহমান মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। তবে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অশালীন ভাষায় চরিত্রহনন সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্যের বীজ বপন করে।”

তিনি আরও বলেন, “এই ধরনের আচরণ কেবলমাত্র সামাজিক বিভেদ বাড়ায় এবং সামগ্রিকভাবে জাতিকে ক্ষতিগ্রস্ত করে। তাই সংযত, সচেতন ও দায়িত্বশীল আচরণ সকলের জন্য জরুরি।”

শেষে তিনি সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন—

“মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দান করেন। আমিন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ