গাজীপুরে পাথর মেরে বর্বরোচিত হত্যা, মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) নগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ভোগড়া বাইপাস গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোট গাজীপুর মহানগর এর সদস্য সচিব মাওলানা মুখলেসুর রহমান এর সভাপতিত্বে এবং ছাত্র জনতার মুখপাত্র, ইসলামী ঐক্যজোট মহানগর নেতা মাওলানা মিনহাজুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন— মাওলানা আমির হোসেন, বাসন থানা সভাপতি মুফতি ওমর ফারুক, ছাত্রনেতা মাওলানা শেখ সাব্বির, এনসিপি নেতা মাওলানা রেদোয়ানুর হক মন্ডল, ছাত্র খেলাফত নেতা মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ জামিল হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এদেশের জনগণ নতুন কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি দেখার জন্য রক্ত দেয়নি। বরং জনগণের দাবি ছিল শান্তি ও নিরাপত্তার।"
তারা বর্তমান অন্তরবর্তী সরকারকে আহবান জানিয়ে বলেন, "এইসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
সমাবেশে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ আরও বলেন, মিটফোর্ডে ঘটে যাওয়া নৃশংস হত্যা পুরো জাতিকে স্তম্ভিত করেছে এবং এটি এমন এক বর্বরতার চিত্র তুলে ধরেছে যা জাহিলিয়াতকেও হার মানায়। নেতৃবৃন্দ উল্লিখিত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইসলামী ঐক্যজোট গাজীপুর মহানগর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, "এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।"
এমএইচ/