বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ইসলামি মূল্যবোধ ও ইবাদতের পরিবেশ গড়ে তুলতে বাসমাহ ফাউন্ডেশন নিয়মিতভাবে মসজিদ নির্মাণ করে আসছে। আপনার দানকৃত একটি জমিই হতে পারে শত শত মানুষের ইবাদতের স্থায়ী ঠিকানা! এজন্য আপনার এলাকায় মসজিদ করতে আজই আবেদন করতে পারেন।
মসজিদ করার ক্ষেত্রে বাসমাহ ফাউন্ডেশন শর্তে বলেছে- আপনি যদি এমন একটি জায়গা বাসমাহ ফাউন্ডেশনের নামে দানপত্র করতে পারেন, যেখানে—দরিদ্র মানুষের বসবাস; ১ কিলোমিটারের আশপাশে কোনো মসজিদ নেই; আশপাশে অন্তত ৬০-৭০টি পরিবার রয়েছে; নির্মিত মসজিদে স্থানীয় কোনো কমিটি গঠন করা যাবে না- তাহলে বাসমাহ ফাউন্ডেশন আপনার জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে একটি মসজিদ নির্মাণ করবে এবং পরবর্তী ২৫ বছর যাবত এর সমস্ত ব্যয়ভার বহন করবে।
তবে আগে থেকেই ওয়াকফকৃত জমি, পুরোনো কোনো মসজিদ সংস্কার বা অর্ধনির্মিত কোনো মসজিদের কাজ সম্পন্ন করার দায়িত্ব নেওয়া হয় না বলে জানিয়েছে সংস্থাটি।
বাসমাহ মসজিদ প্রকল্পের বৈশিষ্ট্য হলো-
বাসমাহ ফাউন্ডেশন কর্তৃক ইমামের সম্মানজনক বেতন, আবাসন (পরিবারসহ) ও তিনবেলা খাবারের ব্যবস্থা।
সমাজের গরিব-অসহায়দের জন্য ইমামের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।
শিশু-কিশোরদের জন্য কুরআন লার্নিং প্রোগ্রাম পরিচালিত হবে।
বাসমাহ ফাউন্ডেশন কর্তৃক মসজিদটি পরিচালিত হবে। মসজিদে কোনো কমিটি থাকবে না।
বিদ্যুৎ, পানি ও অন্যান্য খরচ সম্পূর্ণ বাসমাহ ফাউন্ডেশন বহন করবে।
আগামী ২৫ বছর পর্যন্ত অথবা দরিদ্র অঞ্চলের মুসল্লিরা স্বাবলম্বী হওয়া পর্যন্ত বাসমাহ ফাউন্ডেশন মসজিদের সকল খরচ বহন করবে।
আপনার দান করা জমিতে প্রতিদিন হাজারো সিজদা এবং কোরআন তিলাওয়াত হবে, যা হয়ে উঠবে আপনার চিরস্থায়ী সাদাকায়ে জারিয়া।
আগ্রহী ভাই-বোনদের বাসমাহ মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত আবেদন ফর্মটি পূরণের আহ্বান জানানো হয়েছে। আবেদন ফরম পূরণ করতে বুঝতে অসুবিধা হলে https://www.facebook.com/basmahfoundation পেইজের কমেন্টবক্সে নক করুন। তাদেরে টিম আপনাদের কমেন্টের যথার্থ সহায়তা করবে।
এমএইচ/