মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

 ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ৪৫ বছরের ইমামকে রাজকীয় বিদায় দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দারা। বাটিকামারী দক্ষিণপাড়া বড় জামে মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি করেন মাওলানা শাজাহান ইসলামী। শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

মসজিদ কমিটি শুক্রবার (১১ জুলাই) জুমা নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। সে সময় মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রাইভেট কার ও মোটরসাইকেলের বহর নিয়ে বাটিকামারী মহল্লা থেকে সওদাগরের রাইস মিল পর্যন্ত শোডাউন দেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী।

বাটিকামারী দক্ষিণপাড়া জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি ও কাতার প্রবাসী জহিরুল ইসলাম জানান, তিন পুরুষ ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে গেছেন মাওলানা শাজাহানের উত্তরসূরিরা। প্রথমে তার দাদা, পরে তার বাবা এবং সর্বশেষ মাওলানা শাজাহান। ইমামতির পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও সম্পৃক্ত ছিলেন।

বিদায়ী ইমাম মাওলানা শাজাহান ইসলামী বলেন, বাটিকামারীর লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি ঋণী হয়ে গেলাম। শারীরিক অসুস্থতার কারণেই মূলত ইমামতির দায়িত্ব ছেড়েছি। যতদিন বেঁচে থাকব, মুসল্লি ও এলাকাবাসীর এই বিদায়ী সংবর্ধনা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ