রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’

মুফতি ফয়জুল করীমকে নিয়ন্ত্রণের পরামর্শ প্রবাসী সাংবাদিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাইকে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন ইতালি প্রবাসী সাংবাদিক পলাশ রহমান। ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতার সাম্প্রতিক দেওয়া বিভিন্ন বক্তব্য দলটির জন্য ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পলাশ রহমান এই পরামর্শ দেন। তিনি অবশ্য বিভিন্ন সময় ইসলামী আন্দোলনের প্রশংসা এবং তাদের উদ্দেশে পরামর্শমূলক বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। 

‘ফয়জুল করিম ইসলামী আন্দোলনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেন!’ শিরোনামে পলাশ রহমান লিখেন-

ইসলামী আন্দোলন কেন যেন বিএনপির বিরোধিতা বেশি করে। এই প্রবণতা দলটির মধ্যে শুরু থেকেই ছিল। বিএনপি যখন বিরোধী দলে, তখনও তারা আওয়ামী লীগের তুলনায় বিএনপির সমালোচনায় শক্ত ভাষা ব্যবহার করেছেন।’

প্রবাসী এই সাংবাদিক লিখেন- ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা না নিলেও, তাদের গায়ে ট্যাগ লেগে গেছে- ইসলামী আন্দোলন আওয়ামী দুঃশাসনের পরোক্ষ সহযোগী। কারণ, তারা আওয়ামী আমলেও বিরোধীদের প্রতিপক্ষ বানাতে ব্যস্ত থেকেছে।

রাজনৈতিক প্রতিপক্ষ যখন এসব বিষয় সামনে এনে তাদের ঘায়েল করার চেষ্টা করছে, তারা বুদ্ধিবৃত্তিক কথা না বলে- এলোপাতাড়ি প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তথাকথিত রাজনীতিকদের ভাষায় কথা বলছেন। সমালোচনার সভ্যতা, রাজনীতির শিষ্টাচার অতিক্রম করছেন। মনে হচ্ছে, 'তুমি অধম বলিয়া আমি অধম হইবো না কেনো' প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন।’

পলাশ রহমান লিখেন- ‘ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করীম যেভাবে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নিচু মানের কথা বলছেন- তা কোনো দায়িত্বশীল, নৈতিক, আদর্শিক রাজনীতি করা নেতা বলতে পারেন না। ইসলামি মূল্যবোধের সঙ্গেও সংগতিপূর্ণ নয়। ইসলামী আন্দোলনের উচিত ফয়জুল করীমকে নিয়ন্ত্রণ করা। না হলে ভবিষ্যতে তার বেপরোয়া কথাবার্তার জন্যই পুরো দলকে অনেক বড় বিপদে পড়তে হবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ