শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফের পক্ষে মোটরসাইকেল শোডাউন যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়নে আস-সুন্নাহর কর্মশালা শুরু ‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জেগে উঠেছে: ইবনে শাইখুল হাদিস নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ মুন্সিগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের মোটরসাইকেল শোডাউন

বিক্রি হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের সেই বাড়িটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হামস্টিড হিথের একটি বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি।

এখানে বসে ১৯১২ সালে গীতাঞ্জলির ১০৩টি কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি। সেই অনুবাদের জন্যই ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ।

ঐতিহাসিক গুরুত্বের কারণে হামস্টিড হিথের বাড়িটি বাঁচানোর জন্য সব চেষ্টাই করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালে লন্ডন সফরের সময় রাজ্য সরকার বাড়িটি কিনে সংগ্রহশালা করবে বলে সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি জানিয়ে ব্রিটেনে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার রঞ্জন মাথাইকে চিঠিও লেখেন মমতা।

তখন মাথাই জানিয়েছিলেন, ব্রিটিশ সরকার হেরিটেজ ঘোষণা করায় বাড়িটি ব্যক্তি মালিকানায় কেনা যাবে না। তার ৬ বছরের মাথায় হেরিটেজ ট্যাগ উঠে গেলে বিক্রয়যোগ্য হয় বাড়িটি। সেই খবর রাখেনি ভারত সরকার, যা এখন মমতাসহ রবীন্দ্রনাথ প্রেমীদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নরেন্দ্র মোদি সরকার বেখবর থাকলেও হামস্টিড হিথের সেই বাড়িটি বিক্রি হয়ে যাচ্ছে। ভারতীয় মুদ্রায় এটির দাম উঠেছে ২৭ কোটি ৩০ লক্ষ রুপি। এ ঘটনা জানার পর শত চেষ্টার পরেও রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষা করতে না পারায় বিমর্ষ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এ ঘটনায় মোদি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে রবীন্দ্রনাথ ভক্তরা প্রশ্ন তুলছেন বলেও সামাজিকমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। অনেকেই বলছেন, ভারত সরকারের অবহেলায় এমন ঘটনা ঘটছে, যা ক্ষমার অযোগ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ