রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির আফগানিস্তানের কথা শুনলেই তারা অসুস্থ হয়ে যান! মসজিদ করে দেবে বাসমাহ ফাউন্ডেশন, আবেদন করুন আজই আবু সাইদ হত্যা মামলায় ২৪ আসামিকে আদালতে হাজির করার নির্দেশ মিষ্টি না খেয়েও বাড়ছে সুগার? জানুন আসল কারণ

ব্যর্থ জাতিসংঘের ঠাঁই বাংলাদেশে হবে না: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্তে আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি। অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তি করার কোনো অধিকার নেই। দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে, যেমন: ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানে এমন কার্যালয় স্থাপিত হয়নি। ভারতে মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চললেও সেখানে জাতিসংঘ অফিস খোলার পদক্ষেপ দেখা যায়নি, তাহলে বাংলাদেশে কেন? আমরা মনে করি শকুনের চোখ পড়েছে। ব্যর্থ জাতিসংঘের ঠাঁই বাংলাদেশে হবে না। সরকারকে এই চুক্তি বাতিল করতে বাধ্য করতে জমিয়ত প্রয়োজনে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়তের ঢাকা বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

জমিয়ত মহাসচিব বলেন, গত ৯ জুলাই যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, তার ভিডিও দেখে জাতি বাকরুদ্ধ। যাঁরা দৃশ্যটি দেখেছেন, তাঁরা হতবাক ও স্তব্ধ। যারা এই বর্বর হামলা চালিয়েছে, আমরা তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্যই আমরা গনঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। হত্যাকারী যেই হোক, তার সঙ্গে কোনো আপোষ নয়। সরকারও এই ব্যর্থতার দায় এড়াতে পারে না। আমরা সব ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, সোহাগ- এদের যেভাবে হত্যা করা হয়েছে আমরা প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। ইস্যু দিয়ে ইস্যু ঢাকার ব্যর্থ প্রচেষ্টা আমরা আর সহ্য করব না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশের সার্বভৌমত্ব ও ইসলামী চেতনাকে কোনোভাবেই হুমকির মুখে ঠেলে দিতে দেব না। আমরা যুব সমাজের প্রতি আস্থাশীল। যদি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে দেশ কখনোই আস্থা হারাবে না।

যুব জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা কালীমুল্লাহ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

আরো বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লুকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ প্রচার সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ