জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, "আমার পরামর্শগুলো বিএনপির কল্যাণে দিচ্ছি না বরং জাতির স্বার্থে দিচ্ছি। কারণ বিএনপি এখনো একটি বৃহত্তর দল এবং এর নেতাকর্মীদের চরিত্রহীনতা জাতির জন্য বিপদ ডেকে আনবে।"
বিএনপির প্রতি জনতার ক্ষোভের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে মাঠ পর্যায়ে বিএনপির প্রতি জনগণের ক্ষোভ বেড়ে চলেছে। নির্বাচন পেছানোর দাবির পেছনে একটি বড় উদ্দেশ্য রয়েছে। এমনকি, বিএনপির বিরুদ্ধে জাতিকে আবার মাঠে নামানোর শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি সতর্ক করে বলেন, 'আপনারাও যদি ফ্যাসিস্টদের মতো পথ ধরেন, তবে পলাতক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ক্ষমতার আকাঙ্ক্ষা এমন যে, কেউ পরাজিত শক্তিকে ইন্ধন দিতে পারে।
আজ (১৩ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারি বেড়ে গেছে। কিছু দলের নামও এই অপরাধের সাথে জড়িত। যদিও মিডিয়ায় এসবের বিষয়ে আলোচনা হচ্ছে, তবে বিএনপি ইতোমধ্যে তাদের দলের কিছু লোককে বহিষ্কার করেছে, যা পরোক্ষভাবে দলের দায় স্বীকারের ইঙ্গিত দেয়।
তবে, মাওলানা ইউসুফী জানান, এটি যথেষ্ট নয়, দলকে শুধুমাত্র শুদ্ধতা ও পরিচ্ছন্নতার দিকে ধাবিত করতে হলে, দলের নেতাকর্মীদের মানবিক শিক্ষা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, কিছু মিডিয়া সরকারের এজেন্সিগুলোর প্রতি ইঙ্গিত করছে, যা অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেয়। এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্রুত নির্বাচন দিয়ে জাতির মানসম্মান রক্ষা করে চলে যাওয়া সবচেয়ে শ্রেয়।
এমএইচ/