বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বানে সমমনা ইসলামী দলের মতবিনিময় সভা শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে আগুন, নিহত ৪ বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে কু‌ড়িগ্রা‌মে বিক্ষোভ বিয়ানীবাজার উপজেলা যুব ও ছাত্র জমিয়তের কর্মী সভা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শনের আহ্বান ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ভণ্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

ইসলামে নারী শিক্ষার বিকল্প নেই: মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী বলেছেন, ইসলামে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন নারী। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সাতজন, তন্মধ্যে অন্যতম জ্ঞানী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোন কোন সময় সাহাবিদের কোন মাসআলা বুঝে না আসলে, তারা হযরত আয়েশার নিকট এসে সে মাসআলার সমাধান করতেন।

তিনি আরো বলেন, ইলম অর্জন করা পুরুষদের জন্য যেমন ফরজ নারীদের জন্যও তেমন ফরজ। যদি আমি বাবা হয়ে আমার মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা না দিই, তাহলে কেয়ামতের দিন সে মেয়েই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য নারী শিক্ষার বিকল্প নেই।

১ জানুয়ারি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসার বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীর সভাপতিত্বে ও মাওলানা মোস্তফা সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে এতে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, জামেয়া ফারুকিয়া নাজিরহাটের সদরে মুহতামিম মাওলানা নুরুল আলম নছিরী, নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা জাফর আহমদ, ফটিকছড়ি খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন, সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আব্দুল হাকিম কাসেমী, মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খান, সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী জমিল উদ্দিন, ফতেহপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইদ্রিস, মাওলানা আবু তৈয়ব, হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ, মুফতী আব্দুল কাইয়ুম আজিজী,  মাওলানা আখতার  হোসেন নছিরী, ঢাকা জামেয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগের সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মদ ইসলামাবাদী, ফটিকছড়ি উম্মে হাজেরা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর হোসাইনসহ বরণ্যে উলামায়ে কেরামগণ। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ