রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭

শিরোনাম :
দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছেন জামায়াত নেতা তাহের: গাজী আতাউর রহমান হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে: ধর্ম উপদেষ্টা সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার সিলেট-৩ আসনে মাওলানা রাজুকে জেতাতে ঐক্যবদ্ধ ১১ দল পোস্টাল ব্যালট কোথায় রাখা হবে, গণনার পদ্ধতি কি : জানাল ইসি আমরা একা নই, জনতা ও উলামা আমাদের সঙ্গে: পীর সাহেব চরমোনাই ভোলায় জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী দিল্লিতে প্রকাশ্যে হাসিনার বক্তব্য, ক্ষুব্ধ প্রতিক্রিয়া সরকারের নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ির প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ

পোস্টাল ব্যালট কোথায় রাখা হবে, গণনার পদ্ধতি কি : জানাল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাস থেকে আসা শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার। একই সাথে রিটার্নিং অফিসারের অফিস তা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রতি আসনে ৪০০ পোস্টাল ব্যালটের জন্য একটি করে বাক্স রাখা হচ্ছে। এবার ৩০০ আসনে প্রবাসে ও দেশে ১৫ লাখেরও বেশি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন করেছেন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে তাদের ব্যালট গণনা করা হবে। এর পরে পৌঁছালে বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এক বিশেষ পরিপত্রে এসব তথ্য জানানো হয়।

এদিকে রোববার (২৫ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের স্বচ্ছ ব্যালট বাক্স তালাবদ্ধ করেছেন এবং তা গ্রহণের জন্য কক্ষ নির্ধারণ করেছেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, এবার ওসিভি ও আইসিপিভি ভোটের ব্যবস্থা হয়েছে। পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন তাদের ব্যালট পেপার রাখার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে কক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের উপস্থিতিতে বাক্স বন্ধ করাসহ সার্বিক কার্যক্রম করা হয়েছে।

ইসির বিশেষ পরিপত্রে জানানো হয়, প্রবাসের পোস্টাল ব্যালট পেপারে (ওসিভি) দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের শুধু প্রতীক থাকবে, নাম থাকবে না।তবে  দেশে অবস্থানরত ভোটারদের (আইসিপিভি) পোস্টাল ব্যালট পেপারে আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

পরিপত্রে জানানো হয়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তৈরি সফটওয়্যারে রিটার্নিং অফিসার লগইন করার পর সংশ্লিষ্ট সংসদীয় আসনের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধনকৃত ভোটার সংখ্যা ও প্রদত্ত ভোটের সামগ্রিক চিত্র দেখতে ও জানতে পারবেন।

পোস্টাল ব্যালট পেপার গ্রহণ ও সংরক্ষণ : ডাক বিভাগ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণের জন্য রিটার্নিং অফিসার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেবেন। এছাড়া ডাক বিভাগ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিংসহ অন্যান্য কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাপোর্টিং স্টাফ নিয়োগ দেবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাকযোগে পোস্টাল ব্যালটের খামগুলো প্রাপ্তির পর খামের ওপর প্রদত্ত কিউআর কোড স্ক্যান করবেন। এরপর আসনভিত্তিক নির্ধারিত ব্যালট বাক্সে খামগুলো নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করবেন। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ফরম-১২ আকারে পোস্টাল ব্যালট বিতরণ ও প্রাপ্তির আসন ভিত্তিক তালিকা সফটওয়্যার থেকে জেনারেট হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন সফটওয়্যার থেকে জেনারেটকৃত ফরমটিতে স্বাক্ষর করে তা সংরক্ষণ করবেন।

এ ছাড়া কিউআর কোড স্ক্যান করার সময় সফটওয়্যারে কিউআর কোড ডুপ্লিকেট হিসেবে প্রদর্শিত হলে রিটার্নিং অফিসার ব্যালটটি বাতিল করবেন। এ ক্ষেত্রে খামটি না খুলেই অন্যত্র সংরক্ষণ করবেন। কিউআর কোড স্ক্যানের জন্য প্রয়োজনীয় স্ক্যানিং সরঞ্জামাদি নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হবে।

গণনা কার্যক্রম: পোস্টাল ব্যালট পেপার গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে বা অন্য কোনো সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটগ্রহণের দিন, অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পরপরই প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব আসনের পোস্টাল ব্যালট ভর্তি বাক্সগুলো রিটার্নিং অফিসারের কাছ থেকে বুঝে নেবেন।

নির্ধারিত সময়ের মধ্যে যাতে ব্যালট ফেরত আসে সে জন্য, প্রতীক বরাদ্দের পরপরই দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে ইতিমধ্যে ভোটারদের অনুরোধ জানিয়েছে ইসি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ