রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭


সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনের আওতায় এক সপ্তাহে ১৮ হাজারের বেশি অভিযুক্ত প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

রোববার (২৫ জানুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ১৮ হাজার ২০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে চলমান সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮২৭ জন রয়েছেন বলে জানানো হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, বাকিরা ইয়েমেনসহ অন্যান্য দেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে ৪৬ প্রবাসীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ৪৪৩ পুরুষ এবং ২ হাজার ৩৪ নারী। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে নিয়মিতভাবে আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান ও আটকের খবর প্রকাশিত হচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ