বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

আলেম-উলামার ঐক্যবদ্ধ শক্তিতে ইসলামি শাসন প্রতিষ্ঠা সম্ভব: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের আলেম-ওলামাগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 

তিনি বলেছেন, আলেম-ওলামাদের নিজেদের মধ্যে কোন ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। আলেম-ওলামাগণের ঐক্যবদ্ধতায় এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ খুলনা জেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে। সভা পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং  মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান।

চরমোনাই পীর বলেন, দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে।  ৯২ শতাংশ মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব। আলিয়া হোক বা কওমী সকল মাদরাসার আলেমরা ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমাদের শক্তি কমে যাবে। আমরা প্রভাবশীল কাজ করতে পারবো না। 

গণঅভ্যূত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষ কখনই মাস্টারমাইন্ড হতে পারে না। মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা। ৫ আগস্ট সে ঘটনা হয়েছে। ফেরাউনের মত নির্যাতনকারী, অত্যাচারী হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে সেটা করিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ যা চাইবে তা-ই হবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে আলেম-ওলামার এক হয়ে কাজ করতে হবে। আলেমদের মতামতকে গুরুত্ব দিতে হবে। 

তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে অথবা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। মাদরাসা শিক্ষার সাথে উগ্রবাদ-জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই।

মতবিনিময় সভার বিশেষ অতিথি, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার শক্তি অতীতে প্রমাণ হয়েছে। আমাদেরকে তার মধ্যেই থাকতে হবে। আগামী দিনের রাষ্ট্রচালনার কথা বিবেচনা করতে হবে। মাদরাসা শিক্ষার জন্য সরকারের সাথে থেকে কাজ করে যেতে হবে। সরকারকে কোন বিষয়ে বিব্রত করা যাবে না। সব আলেম-ওলামার সমন্বয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আমরা ইসলাম বিদ্বেষী কোন কাজে সংশ্লিষ্ট থাকবো না। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, সামাজিক কাজে আমাদের সব সময় সম্মুখে থাকতে হবে। আমরা চাই ইসলামি সমাজ যেন থাকে। ইসলামে কোন উগ্রতার সুযোগ নেই। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, কোনো ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেয়া যাবে না। আলেম-ওলামাগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে পারবে না। কে কোন দল করে সেটি ভিন্ন কথা, আমাদেরকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম-ওলামাসহ সকলে এক থাকলে কেউ আমাদের রুখতে পারবে না।
 
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, খুলনা মহানগরের সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। এছাড়াও ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, খুলনা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপসি্থত ছিলেন।

এছাড়াও সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদ্রাসা প্রতিনিধি  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। 

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ