মুস্তাকিম আল মুনতাজ,
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নতুন সহকারী পুলিশ সুপার (সার্কেল) হিসেবে যোগদান করেছেন মোঃ ওয়াহিদুজ্জামান রাজু।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা নবাগত এএসপিকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিদায়ী সার্কেল এএসপি (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনিসুর রহমান।
উল্লেখ্য, মোঃ ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমএম/