মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বাসাবোর জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদ দুটি হলো ইফতা বিভাগের মুশরিফ ও মাদানী নেসাবের উস্তাদ।

ইফতা বিভাগের মুশরিফের ক্ষেত্রে যোগ্যতা হলো- উল্লেখযোগ্য  জামিয়া থেকে ২/৩ বছর তাখাচ্ছুছসম্পন্নকারী।

আর মাদানী নেসাবের উস্তাদের ক্ষেত্রে যোগ্যতা হলো প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যেকোনো কিতাব পড়াতে সক্ষম হতে হবে। শিক্ষককে আবাসিক থাকতে হবে।

বেতন স্কেল: প্রাথমিক ধারণা ১৪০০০-১৮০০০ ( আলোচনা সাপেক্ষে)। 

শর্তাবলি-

★ আগ্রহী প্রার্থীকে নিম্নবর্ণিত ঠিকানায় সিভি পাঠাতে হবে।

★ নির্বাচিত প্রার্থীকে জামিয়ার অফিসে সাক্ষাৎ করতে হবে। 

★ পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন  ও কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় মেধাতালিকা ও মুমতায প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।

★ মাদানী নেসাবের পাশাপাশি আদবপড়ুয়া হলে ভালো।

সিভি পাঠানোর ঠিকানা : 01977-774066 (whatsapp) 01841-208066

 প্রতিষ্ঠানটি নিজস্ব আবাসনে ঢাকার সবুজবাগে অবস্থিত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ