সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪২ হাজার ৭৬১ কেন্দ্রে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ধ্বংসযজ্ঞে ঝুঁকির মধ্যে গাজাবাসীর জীবন নবীজির সুন্নাহর মাঝেই শান্তি ও কামিয়াবি: মাওলানা আবদুল হাফিজ কাসেমী মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান গোপালগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক চলছে ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে চলল মেট্রোরেল  দক্ষিণ চীন সাগরে আধাঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কাজে বাধা আছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা

বিভিন্ন পদে জনবল নিচ্ছে আজহারীর হাসানাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৫ জুলাই) রাতে আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে আজহারী লেখেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যেসব পদে আবেদন করা যাবে

১. অফিস ইন-চার্জ (২ জন), ২. অ্যাকাউন্টস অফিসার (২ জন), ৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর (২ জন), ৪. মক্তব কো-অর্ডিনেটর (২ জন), ৫. কারিকুলাম ডেভেলপার (৪ জন), ৬. ভিডিও এডিটর (২ জন), ৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান (২ জন), ৮. ক্রিয়েটিভ ডিজাইনার (২ জন), ৯. কন্টেন্ট রাইটার (২ জন), ১০. রিসিপশনিস্ট (২ জন)।

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা

ড. মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পোস্টে জানান, এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরও থাকছে: ১. দুটি ঈদ বোনাস, ২. একটি পারফরম্যান্স বোনাস, ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট, ৪. প্রভিডেন্ড ফান্ড, ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।

আজহারীর ফেসবুক পেজে দেওয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তিনি লেখেন, ‘কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ গুগল ফর্মে সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ