মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
দাওরার স্বীকৃতি চায় কুরআন শিক্ষা বোর্ড, আলোচনায় বসছে মন্ত্রণালয় গাজায় 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র নীতি চালু করবেন ট্রাম্প? ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ১৪ জনের প্রাণহানি হজযাত্রীদের সেবায় এবার বৈদ্যুতিক বাস চালু হল রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বত্তরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য: শায়খে চরমোনাই ‘ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে দেশ গঠনের সম্মিলিত চেষ্টা সময়ের দাবি’ 

আগামীর নেতৃত্ব কোরআনের পাখিদের হোক- আশা ডিআইজি আলমগীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

কোরআনের পাখিদের মধ্য থেকে আগামী নেতৃত্বের আশা প্রকাশ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন। বলেন, কোরআনের পাখিদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

শুক্রবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ২৪ জন কৃতি হাফেজ শিক্ষার্থীকে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। ‘স্কুল অব দা হলি কুরআন’ বগুড়ার আয়োজনে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় তাদের পাগড়ি ও হিজাব পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ সভাপতিত্ব করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন আরো বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এখানে ২৪ জন কোরআনের বাহককে সংবর্ধনা দেয়া হয়েছে। বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে স্কুল অব দা হলি কোরআনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেখানে ন্যাশনাল কারিকুলামের সাথে কোরআন-হাদিসের জ্ঞান দেওয়া হয়।

‘স্কুল অব দা হলি কোরআন’-এর চেয়ারম্যান নাহিদুজ্জামান নিশাদ বলেন, পবিত্র কোরআনের পাখিদের উৎসাহ দেওয়া এবং তাদের বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- কারবালা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করীম রাজু, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রিন্সিপাল শাইখ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী, ভাইস-প্রিন্সিপাল আল আরাফাত হোসাইন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ