সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ।। ১২ মাঘ ১৪৩২ ।। ৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
গাজায় 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র নীতি চালু করবেন ট্রাম্প? ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ১৪ জনের প্রাণহানি হজযাত্রীদের সেবায় এবার বৈদ্যুতিক বাস চালু হল রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বত্তরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য: শায়খে চরমোনাই ‘ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে দেশ গঠনের সম্মিলিত চেষ্টা সময়ের দাবি’  মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস

কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৭ হিজরি মোতাবেক ২০২৬ সালের দাওরায়ে হাদিস পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সারাদেশে একযোগে শুরু হবে।

সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হবে। 

আল-হাইয়্যা কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় এই পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১:৩০টা পর্যন্ত।

প্রকাশিত রুটিন অনুযায়ী ২৭ জানুয়ারি (মঙ্গলবার): তিরমিযী ১ম পত্র, ২৮ জানুয়ারি (বুধবার): মুসলিম ১ম পত্র, ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার): বুখারী ১ম পত্র, ৩০ জানুয়ারি (শুক্রবার): তিরমিযী ২য় ও শামায়েল, ৩১ জানুয়ারি (শনিবার): বুখারি ২য় পত্র, ০১ ফেব্রুয়ারি (রবিবার): মুসলিম ২য় পত্র, ০২ ফেব্রুয়ারি (সোমবার): আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪ ফেব্রুয়ারি (বুধবার): ত্বহাবি, ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): মুওয়াত্তাআন পরীক্ষা হওয়ার কথা রয়েছে। 

আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ মাদরাসা এডমিন ও দায়িত্বশীলদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো- 
১. মাদরাসা এডমিনগণকে আল-হাইআতুল উলয়ার নির্ধারিত লিংক থেকে পরীক্ষার রুটিন ডাউনলোড ও প্রিন্ট করে মাদরাসার নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে। 
২. যে সকল মাদরাসা এখনও নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড) ও প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড করেননি, তাদের অতি দ্রুত ‘HEMS’ সফটওয়্যারে নিজ আইডিতে প্রবেশ করে তা সংগ্রহ করতে বলা হয়েছে। 
৩. প্রবেশপত্র ও নিবন্ধনপত্র মাদরাসার মুহতামিম অথবা নাজেমে তালিমাতের স্বাক্ষরসহ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। 
৪. নেগরান (তত্ত্বাবধায়ক) নিয়োগপত্র দ্রুত প্রিন্ট করে সংশ্লিষ্ট নেগরানকে বুঝিয়ে দিতে হবে।
অন্যান্য নিয়মাবলির মধ্যে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিনগুলোতে ১৫ মিনিট পূর্বে হলে উপস্থিত থাকতে হবে। এছাড়া কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আলার (পরীক্ষা নিয়ন্ত্রক) ঘোষণা অনুযায়ী যেকোনো দিন বিকেল বা রাতে অনুষ্ঠিত হবে। ছাত্রীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা মহিলা নেগরানগণ গ্রহণ করবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ