বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ২৭নং ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানান।
শায়খে চরমোনাই বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।