বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান: উপদেষ্টা রিজওয়ানার আসছে ফাজিল পরীক্ষায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইআবির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন শুক্রবার ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক সিরাত কনফারেন্স, সফল করার আহ্বান ভোলায় শিবির নেতার উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক রাহমাহ ফাউন্ডেশনের শিক্ষা-উপকরণ বিতরণ নতুন এয়ালাইন্সের ফ্লাইট চালু, কম খরচে সৌদি যাতায়াতের সুযোগ এনসিপিকে জুলাই সনদে সাক্ষরের আহ্বান করেছে সরকার সাম্প্রদায়িক ধর্ষণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন বোরকাকে বস্তার সঙ্গে তুলনা ঢাবি শিক্ষার্থীর, নিন্দার ঝড়

যে তিন শ্রেণির মানুষের জন্য আল্লাহর সাহায্য অবধারিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিপদ-আপদ কিংবা কল্যাণ কামনা- সব ক্ষেত্রেই মহান রাব্বুল আলামিন মুমিনের একমাত্র ভরসা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের ওপর কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন, তবে কে এমন আছে যে তোমাদের এরপর সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে’ (সুরা আল-ইমরান, আয়াত: ১৬০)।

অপর আয়াতে এসেছে, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেবেন’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৭)।

নবীজির হাদিস অনুযায়ী কিছু বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা?

তাদের পরিচয় দিয়ে রাসুলুল্লাহ সা. বলেছেন-

 ثَلاَثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ

‘তিন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, ১. আল্লাহর পথে মুজাহিদ ২. যে মুকাতাব (আজাদি চুক্তিবদ্ধ গোলাম) মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে, ৩. বিয়ে করতে ইচ্ছুক যে পবিত্রতা রক্ষা করতে চায়। (তিরমিজি: ১৬৬১)

উল্লেখিত হাদিস অনুযায়ী, প্রিয়নবী সা. তিন ধরণের আমলে বান্দাকে সাহায্য করা নিজের কর্তব্য করে নিয়েছেন।

> যারা আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য বাতিলের সঙ্গে প্রাণন্তকর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করেন।

> যে ব্যক্তি রক্তমূল্য আদায় করে মুক্তি পেতে চায়।

> চারিত্রিক পবিত্রতা রক্ষায় যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য ও রহমতের চাদরে আস্বাদিত রাখুন। আমিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ