বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান: উপদেষ্টা রিজওয়ানার আসছে ফাজিল পরীক্ষায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইআবির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন শুক্রবার ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক সিরাত কনফারেন্স, সফল করার আহ্বান ভোলায় শিবির নেতার উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক রাহমাহ ফাউন্ডেশনের শিক্ষা-উপকরণ বিতরণ নতুন এয়ালাইন্সের ফ্লাইট চালু, কম খরচে সৌদি যাতায়াতের সুযোগ এনসিপিকে জুলাই সনদে সাক্ষরের আহ্বান করেছে সরকার সাম্প্রদায়িক ধর্ষণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন বোরকাকে বস্তার সঙ্গে তুলনা ঢাবি শিক্ষার্থীর, নিন্দার ঝড়

দেশের শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় যে দোয়া করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন:৬০)

একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মুমিন অবশ্যই মহান সর্বপ্রথম আল্লাহর করুণাপ্রার্থী হবেন। এরপরেই নিজ নিজ দায়িত্ব-কর্তব্য যথাযথ পালন করবেন। যেমনটি করেছিলেন হজরত ইবরাহিম আ.। পবিত্র কুরআনে সেই দোয়াটি মহান আল্লাহ তুলে ধরেছেন।

দোয়াটি হলো—

 رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّ اجْنُبْنِیْ وَ بَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ

উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনাও ওয়াঝনুবনি ওয়া বানিয়্যা আন-না’বুদাল আচনাম।’

অর্থ: ‘হে আমার রব! এই শহরকে করুন নিরাপদ এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে প্রতিমার পূজা থেকে দূরে রাখুন।’ (সুরা ইবরাহিম: ৩৫)

আল্লাহ তায়ালা হজরত ইবরাহিম আ.-এর দোয়া কবুল করে নেন। ফলে পবিত্র মক্কা নগরীতে রেখে আসা স্ত্রী পুত্রসহ সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে লাগলেন। শিরক ও অশান্তি দূরভীত হয়ে গেল। পবিত্র মক্কা নগরীকে মহান আল্লাহ তাঁর নেয়ামত, শান্তি ও নিরাপত্তার শহর হিসেবে কবুল করে নেন। যে শান্তি ও নিরাপত্তা আজো বিদ্যমান।

সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজ দেশ ও শহরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তায়ালা আমাদের এই প্রিয় মাতৃভূমিসহ প্রতিটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করুন, সবাইকে ঈমান ও ইসলামের সাথে কবুল করুন, সর্বপ্রকার কল্যাণ দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ