সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফাহর ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ এর সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায়।

আল-জাজিরা জানায়, এ হামলার পর কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি থমকে যায়। একইসঙ্গে গাজার জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনাও বেড়ে যায়।

রাফাহর আল-শাকুশ এলাকায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফের সামনে অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি চালায়।

বেঁচে যাওয়া সামির শাআত বলেন, “সেই জায়গাটি রক্তের সাগরে পরিণত হয়েছিল। যারা খাদ্যের ব্যাগ নিতে এসেছিল, সেই ব্যাগই তাদের জন্য কাফনের কাপড় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এটি ছিল শুধু একটি মৃত্যুকূপ।”

তিনি আরও বলেন, “আমি আমার এক শহীদ বন্ধুকে কাঁধে করে নিয়ে হাঁটছিলাম। চারপাশে শুধু লাশ আর লাশ।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বারবাখ বলেন, “ইসরায়েলি স্নাইপাররা আমাদের হাঁস-মুরগির মতো গুলি করে হত্যা করেছে। এটা ছিল ঠাণ্ডা মাথায় গণহত্যা।”

এদিকে, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলি হামলায় ব্যবহৃত স্থানগুলোকে ‘মানব হত্যাকেন্দ্র’ ও ‘মৃত্যুকূপ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ